gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাজেমদ্দি বুজ পায় নে!
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৯:২১:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-04-23_6627d278b868c.jpg

কুটিকালে এট্টা পইদ্য পড়িলাম। মেমোরি ঝিরঝিরে হলিও একনো এট্টু আদ্দেক মনে আচে। “বাপের ইচ্চে ইঞ্জিনিয়ার, মা’র ইচ্চে ডাক্তারি। দাদার ইচ্চে উকিল হবো, বড়চা’র ইচ্চে মাইস্টেরি। ইচ্চেগুলো কিরাম যেন ভাইবেই আমি থ’, কেউ আমারে কলে নাতো খুকা মানুস হ”। এই বিষয়ডা কুটিকালেও যিরাম নাড়া দিতো একনো দেই।
মুক্কুসুক্কু মানুষ জ্ঞাণ গরীমে নেই কলিই চলে। তেবে আশপাশের কিচু কিচু ঘটনায় মনডা সেইরাম খারাপ হয়। দিনকে দিন চারিদিকি আমরা ভাগ হইয়ে যাচ্চি যিরাম সুংসারে, সিরাম সুমাজেও। আমরা ভাগ হইয়ে যাচ্চি বিটা, বিটিতি, ভাগ হইয়ে যাচ্চি সাদা কালোয়, ভাগ হচ্চি দলদারিতি, ভাগ হচ্চি ধম্মকম্মে। আমরা কেউ হিন্দু মোসলমান, বৌদ্দ খিস্টান হচ্চি, কেউ আমলীগ বিএমপি, জামাত, জাতীয় পাট্টি হচ্চি, দেশী বিদেশী হচ্চি। কিন্তুক কোনটোয় কারো কতি শুনতিচিনে, আমরা মানুষ হচ্চি। যকনই নানান তাই ভাগ হচ্চি, তকনই চোকি টিনির চশমা উইটে যাচ্চে। সত্যিডা আর চোকি দেকতি পাচ্চিনে। ভাগুরেরা যা বুজোচ্চে তাই বুজদিচি, যা কতি কচ্চে তাই কচ্চি। কুনডা সত্যি কুনডা মিত্যে সিডা বুঝার ক্ষেমতা আর থাকচে না। কত বড় হনু হইচি সেডা পোমান দিতি মদ্দানী মাইরে অইন্যের উপর চড়াও হচ্চি। এট্টা খাইন বাদার পর কিডা খাইনডা বাদালে সিডা তলাশ করার আগেই ধুইতুলি মুইতুলি শুরু হইয়ে যাচ্চে। পাল্টাপাল্টি দোষ আর নিন্দে গাওয়ার চুপার কচনে মাঝখানতে তলায় আচ্চে খাইনডা যে বাদাইলো সেই হারামজাদা। মুরুব্বীগের মুকি শুনতাম যার হুশ আচে সেই মানুস। সেই হুশ কনে গ্যালো। তালি একন কি আমরা বেহুশ হইয়ে যাচ্চি। এই সব কতা প্যাটের মদ্দি বুগলা মাইরে উইটতেচে আশপাশের নানান ঘটনায়।
হয়ত কেউ কতি পারেন আদার ব্যাপারী হইয়ে জাহাজের তলাশ করার চিস্টা দিচ্চি। কিন্তুক সত্যি কইরে বুকি হাত দিয়ে আমরা জোর গলায় কয়জন কতি পারবো আমি মানুষ আছি। ফেসবুক হইয়েচে আরাক সব্বোরাশে কল। ধম্ম নিয়ে কতাবাত্তার দেকলি জানের মদ্দি কাইন্দে দেয়। মুক্কু সুক্কু মানুস ধম্ম কারে কয় বই পুস্তকের ভাষায় কতি পারবো না, তেবে মানুস হিসেবে বিশ্বাস করি যা মানসির কল্যান করে সিডাই ধম্ম। সেই ধাম্মিক যে নিজির মতো কইরে অইন্য ধম্মের পোতি সুম্মান করে।
একন আসল ধম্মের খোজ নেই সব ধম্ম ফেসবুকি। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝